গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি বাসা থেকে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ- আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চয়ন ইসলামকে শ্রীপুর থানায় নেয়া হয়।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পরিবারের সদস্যদের নিয়ে তেলিহাটি ইউনিয়নের একটি বাড়িতে দুই মাস যাবত আত্মগোপনে রয়েছেন সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। এমন খবর পেয়ে রাতে ওই বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের কাছে নিজের পরিচয় গোপন করেন চয়ন ইসলাম। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত শেষে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নেয়া হয়। গ্রেপ্তারের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শিক্ষার্থীরা চয়ন ইসলামের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, সেগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানান ওসি।


