December 22, 2024 - 7:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশকর্ণফুলীর পাঁচ ইউনিয়নে প্রশাসক নিয়োগেও মিলছে না সেবা

কর্ণফুলীর পাঁচ ইউনিয়নে প্রশাসক নিয়োগেও মিলছে না সেবা

spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে গত চার মাস ধরে কার্যত কোনো জনপ্রতিনিধি নেই। ক্ষমতার পালাবদল, রাজনৈতিক চাপ এবং নিরাপত্তাজনিত কারণে বেশিরভাগ চেয়ারম্যান ও মেম্বার সেবা কার্যক্রম থেকে দূরে সরে গেছেন।

সরকারি নির্দেশনায় প্রশাসক নিয়োগ দেওয়া হলেও ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও নাগরিক সেবা কার্যত অচল। এতে করে জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্সসহ নিত্য প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার সাধারণ মানুষজন।

জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের বেশিরভাগই নতুন সরকারের সময় রাজনৈতিক প্রতিপক্ষের রোষানল এবং ব্যক্তিগত নিরাপত্তার শঙ্কায় পরিষদে আসছেন না।

চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান তালুকদার একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মামলায় পলাতক রয়েছেন। অন্যদিকে, জুলধা ইউনিয়নের চেয়ারম্যান হাজী নুরুল হক হৃদরোগে মারা যাওয়ার পর থেকে ইউনিয়নটি চেয়ারম্যানশূন্য।

শিকলবাহা, বড়উঠান ও চরপাথরঘাটার চেয়ারম্যানরা এলাকা ছাড়েননি, তবে সেবা প্রদানে সক্রিয় নন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পরিষদের গুরুত্বপূর্ণ সেবাগুলো চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়া পাওয়া যাচ্ছে না, যার ফলে জনগণের দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের ভোগান্তি দেখা দিয়েছে। স্থানীয় মেম্বার মো. ফরিদ জুয়েল জানান, আমাদের পরিষদে জনগণের চাপ প্রতিদিন বাড়ছে। কিন্তু জনপ্রতিনিধির অনুপস্থিতিতে কাজ করা প্রায় অসম্ভব। চেয়ারম্যান কিংবা প্যানেল চেয়ারম্যান কে দায়িত্ব দিলে জনগণ উপকৃত হতো।

প্রশাসনের কার্যক্রম ও সীমাবদ্ধতা বিষয়ে জানা গেছে, ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও তারা নাগরিকদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। ইউএনও ও এসিল্যান্ডের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদগুলোতে কিছু সীমিত সেবা দেওয়া হচ্ছে। তবে এর মান এবং নাগালের অভাবে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারণ ভোগান্তি বেড়েছে। কিছুদিন আগেও বড়উঠানে বিশৃঙ্খলা তৈরি হয়েছিলো।

যদিও স্থানীয় প্রশাসন বলছে, জনপ্রতিনিধিদের শূন্যতা পূরণে তারা কাজ করছেন, কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।

পরিষদে সেবা অচলাবস্থা বিষয়ে চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা রুবেল অভিযোগ করে বলেন, মৃত্যুসনদ, নাগরিক সনদ, কিংবা জন্ম নিবন্ধনের জন্য আমাদের কয়েকবার ইউনিয়ন পরিষদে যেতে হচ্ছে। চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়া কোনো কাজ হচ্ছে না। উপজেলা থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকেও ঠিক মতো পাওয়া যায় না।

স্থানীয় একাধিক মেম্বাররা বলেছেন, পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সরকার থেকে প্রকল্পের বরাদ্দ পেলেও, সেগুলোর কাজ বাস্তবায়ন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। অনেক মেম্বার তাদের প্রাপ্য বিল পাচ্ছেন না। বড়উঠানের এক মহিলা সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে বলেন, আমরা জনগণের জন্য কাজ করতে চাই, কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে কোনো কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা দ্রুত জনপ্রতিনিধিদের ফিরিয়ে এনে পরিষদ কার্যক্রম সচল করার দাবি জানিয়েছেন। চরপাথরঘাটা ইছানগরের বাসিন্দা মো. জুয়েল বলেন, প্যানেল চেয়ারম্যান বা অন্য জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব দিলে পরিষদের কার্যক্রম আবারও চালু হতে পারে। অন্যতায় তেমন সুফল পাবে না জনগন। আরেকজন নাগরিক মনির হোসেন বলেন, যেসব জনপ্রতিনিধি দায়িত্ব পালনে ভয় পাচ্ছেন, তাদের পদত্যাগ করা উচিত। জনগণ জনপ্রতিনিধি ছাড়া পরিষেবা পাচ্ছে না।

প্রশাসক ও জনপ্রতিনিধিদের মতবিরোধে স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর কর্ণফুলীর পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যানদের অনুপস্থিত দেখিয়ে প্রশাসনের হাতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। তবে চেয়ারম্যানরা দাবি করেছেন, তারা নিয়মিত পরিষদে উপস্থিত ছিলেন এবং সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় সেবা প্রদান করেছেন।

চরলক্ষ্যার বাসিন্দা মো. সুমন বলেন, ‘আমাদের পরিষদে কোনো তালা দেওয়া হয়নি। প্রশাসনের দাবি সঠিক নয়।’ অন্যদিকে, ইউএনও-এসিল্যান্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বেশ কয়েকটি ইউনিয়নে জনগণের চাপের মুখে পরিষদের কার্যক্রম ব্যাহত হয়েছে।

কর্ণফুলীর স্থানীয় জনগণ মনে করছেন জনপ্রতিনিধি ছাড়া প্রশাসন সেবা কার্যক্রম চালাতে পুরোপুরি অক্ষম। আরেক বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, প্রশাসনের উচিত প্যানেল চেয়ারম্যানদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া। পাশাপাশি জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা।

সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রতিনিধি ফেরাতে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জনগণের সেবা নিশ্চিত করতে এবং স্থানীয় সরকারের কার্যক্রম সচল রাখতে জনপ্রতিনিধিদের ভূমিকাই প্রধান।

কর্ণফুলীর সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, পরিষদগুলোর সেবা কার্যক্রম কীভাবে সচল করা যায়, তা আমরা খতিয়ে দেখছি। স্থানীয়দের সমস্যা ও অভিযোগ জানানো হলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

কর্ণফুলী ইউএনও মাসুমা জান্নাত জানান, ‘সেবা প্রদানের সংখ্যা দেখলে বুঝা যাবে ভোগান্তি হচ্ছে কিনা। মেম্বাররা এ ধরনের কোন অভিযোগ করেনি আর প্রকল্পের বিল বকেয়া আটকে নেই।’

এ প্রসঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নোমান হোসেন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে।

কর্ণফুলীর পাঁচ ইউনিয়নের নাগরিক সেবা কার্যত অচল হয়ে পড়েছে। প্রশাসনের কার্যক্রম সীমিত এবং জনপ্রতিনিধিদের অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা জনপ্রতিনিধিদের দ্রুত দায়িত্বে ফেরানোর দাবি জানাচ্ছেন। সরকারের উচিত এই সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র ২০৬ তম শাখা হিসেবে নওয়াপাড়া শাখা, যশোর রবিবার (২২ ডিসেম্বর,২০২৪) উদ্বোধন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল...

এআইইউবি জব ফেয়ারে আইএফআইসি ব্যাংকের অংশ গ্রহণ

কর্পোরেট ডেস্ক: শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনে উত্তরণের সেতুবন্ধনের যাত্রায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য। তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের সঠিক পথ নির্ধারণে সহায়তার লক্ষ্যে আইএফআইসি...

৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো তমিজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, রিং শাইন টেক্সটাইল লিমিটেড ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ...

রাইট শেয়ারের মূল্য কমালো কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদ কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়রের ইস্যু মূল্য ১০ টাকা কমানোর সিদ্ধান্ত...

সাউথইস্ট ব্যাংকের ডিপিএস ও ঋণের কিস্তি দেওয়া যাবে নগদে

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংকের ডিপিএস এবং ঋণের কিস্তি পরিশোধ করা যাবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে। সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে...

ইসলামী ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

কর্পোরট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা রবিবার (২২ ডিসেম্বর, ২০২৪) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির...

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এজিএমের সময় পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে,...

বিডি ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের পর্ষদ সভা ২৮ ডিসেম্বর

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামি ২৯ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...