January 20, 2026 - 3:58 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশমগবাজার হোটেল থেকে সাংবাদিক আজাদীর মরদেহ উদ্ধার

মগবাজার হোটেল থেকে সাংবাদিক আজাদীর মরদেহ উদ্ধার

spot_img

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সাংবাদিক জাকির হোসেন আজাদীর (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) দুপুরের দিকে ‘সিটি স্টার’ নামের হোটেলটির পাঁচ তলার ৫১৫ নম্বর কক্ষের বাথরুমের ফ্লোরে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জাকির হোসেন আজাদী অনলাইন নিউজ পোর্টাল কর্পোরেট সংবাদ এ বিশেষ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়াও তিনি এক সময় দৈনিক ইত্তেফাকে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন। তবে আত্মহত্যার চিহ্ন পাওয়া যায়নি। আমরা মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় অত্র থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, তিনি দীর্ঘদিন থেকে ওই হোটেলে থাকতেন। সাংবাদিক পরিচয়েই তিনি হোটেলে অবস্থান করতেন। হোটেলের বিলও নিয়মিত পরিশোধ করতেন তিনি।

আজাদীর ছোট ভাই মো. আবদুল আলিম বলেন, ‘ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। গত চার বছর ধরে ওই হোটেলেই তিনি থাকতেন। চলতি বছরের মে মাসে আমাদের মা মারা যাওয়ার পর পারিবারিক একটি সমস্যার কারণে তার সঙ্গে পরিবারের অন্য সদস্যদের কথা কম হতো।’

তিনি আরো বলেন, হোটেল থেকে আমাদের জানানো হয় সেখানের একটি কক্ষের টয়লেটে আমার ভাই পড়েছিলেন। তার পায়ে স্যান্ডেলও পরা ছিল। মাথা ফেটে রক্ত বের হয়েছিল। তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন বলেও জানান ছোটভাই।

সোমবার ময়নাতদন্ত শেষে জাকির হোসেন আজাদীর মরদেহ গ্রামের বাড়ি সাতক্ষীরায় ‌নেয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে বলেও জানান তার ছোটভাই আবদুল আলিম।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, এক সময় জাকির হোসেন আজাদী ইত্তেফাকে সহ সম্পাদক হিসেবে কাজ করতেন। এরপরে আরও কয়েকটি পত্রিকায় কাজ করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন এবং অনেক প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশও নিতেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।’

সাংবাদিক জাকির হোসেন আজাদী দৈনিক মুক্ত খবরের ‘আনন্দ খবর’ পাতায় লিখতেন। তিনি গীতিকবি হিসেবেও পরিচিত ছিলেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছাকে নিয়ে তিনি গান রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি কর্পোরেট সংবাদ অনলাইন নিউজ পোর্টালে কাজ করতেন। এছাড়া দৈনিক সমাচার পত্রিকায় তিনি স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবেও কাজ করতেন।

উল্লেখ্য, সাংবাদিক জাকির হোসেন আজাদীর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামে। তাঁর পিতার নাম মৃত রাজাউল্লাহ ঢালি। তিনি কলারোয়ার কাকডাঙ্গা কামিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন এবং সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...