October 12, 2024 - 5:20 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলারোনালদোর জোড়া গোলে ইউরোর মূল পর্বে পর্তুগাল

রোনালদোর জোড়া গোলে ইউরোর মূল পর্বে পর্তুগাল

spot_img

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে স্লোভাকিয়াকে ৩-২ গোলে হারিয়ে ইউরো ২০২৪-এ মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে পর্তুগিজরা।

শুক্রবার (১৩ অক্টোবর) স্তাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে এই ম্যাচে নামার আগেই মূলপর্ব অনেকটা নিশ্চিত ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোদের।

রোনাল্ডোর পা থেকে প্রথমার্ধে একটি পেনাল্টি এবং দ্বিতীয়ার্ধে একটি ট্যাপ-ইনের মাধ্যমে পর্তুগিজরা ৭ ম্যাচে সাতটি জয় পেয়েছে। গ্রুপ জে-তে এখন তাদের ২১ পয়েন্ট রয়েছে যা তাদের শীর্ষ দুই স্থানে ফিনিশ নিশ্চিত করেছে।

পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দারুণ সময় কাটাচ্ছেন, অনেক মিনিট খেলেছেন এবং তার ক্লাবের হয়ে অনেক গোল করেছেন’।

তিনি আরাও বলেন, ‘জাতীয় দলের সঙ্গে তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং তিনি তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা’। এই গ্রুপে স্লোভাকিয়া দ্বিতীয় স্থানে রয়েছে এবং পর্তুগালের থেকে আট পয়েন্ট পিছিয়ে রয়েছে। তারা লুক্সেমবার্গের থেকে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে। লুক্সেমবার্গের সঙ্গে তারা সোমবার খেলবে।

এই ম্যাচের অষ্টম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ক্রসে লাফিয়ে উঠে হেড করেন রামোস। এই বল স্লোভাকিয়ার গোলে মার্টিন দুবরাভকাকে কাটিয়ে জালে জড়ানর পরেই পর্তুগাল ম্যাচের দুরন্ত সূচনা করে।

এটি রামোসের নামে মাত্র নয় ম্যাচে সপ্তম গোল এবং ফার্নান্দেজের জন্য এই ইউর কোয়ালিফায়ারে এটি ষষ্ঠ অ্যাসিস্ট। ব্রুন নিজে ম্যাচের ২৬তম মিনিটে পরতুগালের স্কোর প্রায় দ্বিগুণ করার মুখে চলে এসেছিলেন কিন্তু দুবরাভকারের দুর্দান্ত সেভ সেই সম্ভাবনাকে নষ্ট করে।

তিন মিনিট পরে ডেনিস ভাভ্রো হাতে বল লাগিয়েছেন বলে বলে সিদ্ধান্ত নেয় রেফারি। VAR এই সিদ্ধান্ত নিশ্চিত করার পরেই পেনাল্টি থেকে নিজের ১২৪ তম গোলটি করেন রোনাল্ডো।

এই মাঠে রোনাল্ডো পর্তুগালের হয়ে তার ১২৪তম গোল গোল স্মরণীয় কারণ এই পোর্তোর মাঠেই তিনি ইউরো ২০০৪ এর উদ্বোধনী খেলায় গ্রিসের বিরুদ্ধে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেছিলেন।

৬৯তম মিনিটে স্লোভাকিয়া খেলায় ফিরে আসে যখন ডেভিড হ্যাঙ্কোর শট আন্তোনিও সিলভার গোড়ালিতে লেগে গোলের নীচের কর্না দিয়ে জালে জড়িয়ে যায়। এটি বাছাইপর্বের প্রথম গোল পর্তুগালের বিপক্ষে।

তিন মিনিট পরে, ফার্নান্ডেজের আরেকটি সুন্দর ক্রসে থেকে নিজের ১২৫তম গোল করে পর্তুগালকে দুই গোলে এগিয়ে দেন রোনাল্ডো।

যদিও স্লোভাকিয়া ফের খেলায় ফিরে আসার চেষ্টা করে। স্ট্যানিস্লাভ লোবোটকার শট গোলের উপরের কোণ দিয়ে জালে জড়িয়ে যায়।

পর্তুগালের আরও একটি গোল অসামান্য দুবরাভকা আটকে দেন। ডিয়েগো জোতার শট আটকে গেলেও ততক্ষণে ইউরোর জন্য নিজেদের টিকিট পাকা করে ফেলেছিল পোর্তুগাল। কোচ মার্টিনেজ বলেন, ‘আমরা প্রথমার্ধে খুব ভালো খেলে ম্যাচ জিতেছি’।

তিনি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হল ফলাফল। সাতটি খেলায় আমরা নিখুঁত মনোভাব দেখিয়েছি। আমি খুবই সন্তুষ্ট, তবে এটি একটি স্টেজ মাত্র’।

পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩০ বছর বয়স হওয়ার পরে এখনও পর্যন্ত ৭৩টি আন্তর্জাতিক গোল করেছেন। এটি, জার্মানি, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, উরুগুয়ে, কলম্বিয়া, চিলে, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, ঘানা এবং আরও ১৭৬টি দেশের হয়ে যেকোনও বয়সে কোনও খেলোয়াড় যত গোল করেছেন তার তুলনায় বেশি।

ম্যাচের পরে রোনাল্ডো বলেছেন, ‘আমি আশা করি আমি Euro2024-এ থাকব কারণ এখনও অনেক সময় বাকি আছে। আমি আশা করি আমার কোনও সমস্যা বা ইনজুরি হবে না, আমি খেলব বলে আশা করছি’। তিনি আরও বলেন, ‘আমি অনেক আগে পর্তুগাল ছেড়েছি কিন্তু এটা সবসময় আমার বাড়ি। পর্তুগালের প্রতিটি স্টেডিয়ামে মানুষ আমাকে সমর্থন করে’।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সিংগাইরে মোটরসাইকেল-হেলোবাইক সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল-হেলোবাইক সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৩ জন মোটরসাইকেল আরোহী ও হেলোবাইক চালক। শুক্রবার (১১ অক্টবর) সকাল ১১ টার দিকে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক...

সিংগাইরে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেনকে (২৬) আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে তাকে ধল্লা...

‘রিসেট বাটন’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং

কর্পোরেট সংবাদ ডেস্ক : সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে ‘রিসেট বাটন’ শব্দ ব্যবহার করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ...

মেহেরপুরে হারানো ৭১টি মোবাইল মালিকদের ফেরত দিল পুলিশ

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: হারানো ৭১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। মেহেরপুর জেলা...

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

আন্তর্জাতিক ডেস্ক : এবার সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন দক্ষিণ কোয়িার লেখিকা হান কাং। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বিকেল ১টা ও বাংলাদেশ সময়...

সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের লেকভিও কনভেনশন সেন্টারে বাংলাদেশ...

মিয়ানমার থেকে ফিরল ট্রলার, ভেতরে ১ লাশ ও ১১ জেলে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণের শিকার হওয়া মাছ ধরার বাংলাদেশি ছয়টি ট্রলারের মধ্যে একটি ট্রলার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফিরে এসেছে।...

সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান কারাগারে

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরের...