তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় মৌলভীবাজার সদর উপজেলা কৃষকলীগের সভাপতি সাদেকুল করিমকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার বাউরঘড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদেকুল করিম সদর উপজেলার বাউরঘড়িয়া গ্রামের মৃত আব্দুর রউফ এর ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত বলেন, আজ বৃহস্পতিবার সকালে তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।