তিমির বনিক, স্টাফ রিপোর্টার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার তাকে কাদিপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত বলেন, ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হবেছে।