গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে মিনি গার্মেন্টসসহ ২০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার সময় কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় গণি মিয়ার আড়তে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিস এর তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন-মিনি গার্মেন্টস এর মালিক ইলিয়াস, হিট ট্রান্সফার মেশিন এর দোকান মালিক রজব খান,সেলুন মালিক মিঠু, প্রিন্টিং দোকান মালিক খায়রুল আলম, হোল বাটন মেশিন দোকানের মালিক এরশাদ, গেঞ্জির গোডাউন এর মালিক তোতা মিয়া, অহিদ, আক্তার, হানিফ, টিভি মেকার দোকানের মালিক কিবরিয়া।
বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিস এর ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী বাইমাইল এলাকায় গণির আড়তে আগুন লাগে। এতে মিনি গার্মেন্টসসহ ২০টি দোকান পুড়ে যায়। তবে মালিক পক্ষের দাবি এতে প্রায় তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।