মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শেরপুর আইনজীবী পরিষদের পি.পি চন্দ্রপালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই।
চন্দ্রপাল শেরপুর জেলার সদর উপজেলার দ্বিজেন্দ্র চন্দ্রপাল এর ছেলে।তার বিরুদ্ধ্যে শেরপুর থানায় গত ১২/০৮/২০২৪ তারিখে ১৪৩/৩০২/৩৪ ধারা মামলা রয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে তিনি পাসপোর্ট-ভিসা নিয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এসময় গোয়েন্দা সংস্থা এন এস আই এর গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয় ।
বেনাপোল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই বলেন, আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিলো শেরপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও শেরপুর আইনজিবি পরিষদের পি.পি চন্দ্রপাল এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন সংবাদের ভিত্তিতে আমরা সতর্ক অবস্থান করে তাকে আটক করি এবং পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করি।