মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে ট্রেনের ধাক্কায় আহত হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার(১৫ অক্টোবর) বিকাল ৫টার সময় চট্রগ্রাম ভেটোনারি বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা: ফরহাদ হোছাইন হাতিটির মৃত্যু নিশ্চিত। তিনি ডুলাহাজারা সাফারি পার্কে হাতিটির চিকিৎসার দায়িত্বে ছিলেন।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোছাইন চোধুরী বিকাল ২টার সময় ডুলাহাজারা সাফারি পার্কে আহত হাতিটিকে দেখতে আসে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, হাতিটি আহতের চিহ্নগুলো দেখে আমি খুব মর্মাহত।আমি রেলওয়ে কতৃপক্ষের সাথে কথা বলব যাতে হাতি পারাপারের স্থানে ট্রেনের গতি কম থাকে। এছাড়া হাতি আবাসস্থলে যাতে ট্রেনের জন্য ক্ষতি না হয় সে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।
ডুলাহাজারা ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মাজাহারুল ইসলাম বলেন, হাতিটির মৃত্যুতে আমরা সবাই মর্মাহত।হাতিটির ময়নাতদন্তের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।ময়নাতদন্ত করে সমাহিতের ব্যবস্থা করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,গত রবিবার রাতে আনুমানিক সাড়ে ৮টার দিকে ঢাকাগামী কক্সবাজার স্পেশাল ট্রেনটি বনের ভেতর দিয়ে পার হওয়ার সময় মাদী হাতিটিকে ধাক্কা দেয়। এতে হাতিটির ডান পা ভেঙে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে। বন বিভাগ সূত্র জানায়, হাতিটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর হাতিটির উদ্ধার কার্যক্রম শুরু করে। আজ মঙ্গলবার ভোরে রেলওয়ের রিলিফ ট্রেন এসে হাতিটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজারের চকরিয়া ডুলাহাজরা সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।