সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদর থেকে খুটিগাছা পর্যন্ত সড়কটি ১ কিলোমিটার। এরমধ্যে জিকেএস হাসপাতাল থেকে খুটিগাছা পর্যন্ত ১ কিলোমিটার সড়কের বেহাল দশা। এতে জনগণের দুর্ভোগ বেড়েছে।
কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনও সংস্কার না হওয়ায় সড়কটি যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার আট ইউনিয়নের জনসাধারণ ওই সড়ক দিয়ে উপজেলা ও জেলা সদরে যাতায়াত করে থাকেন। কৃষকের বিভিন্ন ফসল বহনের ট্রাক এবং বিভিন্ন কোম্পানির মালামাল ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত ভ্যান গাড়ি যাতায়াত করে এই সড়ক দিয়ে।
বিভিন্ন যানবাহনের চালক জানান, সড়কটির অবস্থা এত খারাপ যে, ৫ মিনিটের রাস্তা পার হতে আধা ঘন্টা লেগে যায়। গর্ভবতী নারী ও অসুস্থদের হাসপাতাল ও ক্লিনিকে নিয়েতে বেশি দুর্ভোগ পোহাতে হয়। এমন অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে আছে সড়কটি। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি।
সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলা প্রকৌশলী মো ফজলুর রহমান বলেন, ওই সড়কের ১ কিলোমিটার পর্যন্ত বেহাল দশার বিষয়টি তিনি অবগত আছেন। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সড়কটি সংস্কারের কাজ করা হবে।