ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে বাসের ধাক্কায় মহাসড়কের পাশ দিয়ে মাছের ঝুড়ি নিয়ে যাওয়া
বিল্লাল হোসেন (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে্র ত্রিশাল উপজেলার রাঘামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন ওই উপজেলার আউলটিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। সাড়ে ৫টার দিকে ত্রিশালের রাঘামারা এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এ সময় মহাসড়কের পাশ দিয়ে মাছের ঝুড়ি নিয়ে যাওয়া বিল্লাল হোসেনসহ আরেকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিল্লাল মারা যান।
তিনি বলেন, বাসচালক হঠাৎ ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।