পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮ টি কোম্পানির ২২ কোটি ৩১ লক্ষ ৫ হাজার ৩৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৭৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৭৭০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৫.৪২ পয়েন্ট বেড়ে ৫৭৬০.৩৯ ডিএস-৩০ মূল্য সূচক ২.১৭ পয়েন্ট বেড়ে ২০৯৬.৯৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৩৪ পয়েন্ট বেড়ে ১২৭৩.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ব্র্যাক ব্যাংক, লিন্ডে বিডি, সোনালি আঁশ, জিপি, ইসলামি ব্যাংক, এসআইবিএল, টেকনো ড্রাগ, সিটি ব্যাংক, তৌফিকা ফুড ও বিএসসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রহিম টেক্সটাইল, ইসলামি ইন্সুঃ, ইসলামিক ফাইন্যান্স, এসআইবিএল, ইসলামি ব্যাংক, তমিজউদ্দিন টেক্সটাইল, আলিম ইন্ডাঃ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, দেশ গার্মেন্ট ও ঢাকা ব্যাংক।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: হামি ইন্ডাঃ, খান ব্রাদার্স পিপি, গ্লোবাল হেভী কেমিক্যাল, আরএসআরএম স্টিল, মির আখতার, বিডি থাই, জিবিবি পাওয়ার, বিবিএস কেবলস, বীকন ফার্মা ও আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ১ম মি. ফা.।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৪৪৫০৮৯৭১৩৮০.০০।