পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯১ টি কোম্পানির ২০ কোটি ৩৮ লক্ষ ৮ হাজার ২১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৭৫ কোটি ৭৩ লাখ ১৭ হাজার ৫২৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ০.৩০ পয়েন্ট কমে ৫৭৩৪.৯৭ ডিএস-৩০ মূল্য সূচক ১১.৬৪ পয়েন্ট বেড়ে ২০৯৪.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৬৬ পয়েন্ট কমে ১২৬৩.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অগ্নি সিস্টেম, তৌফিকা ফুড, জিপি, সোনালি আঁশ, লিন্ডে বিডি, ব্র্যাক ব্যাংক, ইসলামি ব্যাংক, সায়হাম কটন, খান ব্রাদার্স পিপি ও ইবনে সিনা ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামি ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, ইসলামিক ফাইন্যান্স, তৌফিকা ফুড, জেনেক্স ইনফোসিস, এফবিএফআইএফ, রহিম টেক্সটাইল, সায়হাম কটন, হাইডেলবার্গ মেটারিয়েলস ও ওরিয়ন ইনফিউশনস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- হামি ইন্ডাঃ, ফার্স্ট ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, ডমিনোজ স্টিল, কাশেম ইন্ডাঃ, সোনালি পেপার, লিব্রা ইনফিউশন, সোনালি লাইফ ইন্সুঃ, ইবিএল এনআরবি মি. ফা ও এনটিসি।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৩৩৮৪৬৫৯১২৩৬.০০।