September 19, 2024 - 6:38 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারসূচকের বাড়লেও কমেছে লেনদেন

সূচকের বাড়লেও কমেছে লেনদেন

spot_img

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬ টি কোম্পানির ১৬ কোটি ১৫ লক্ষ ৪৯ হাজার ১৩৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৫৩ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৭৫৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১২.৫৩ পয়েন্ট বেড়ে ৫৬৯৪.১৪ ডিএস-৩০ মূল্য সূচক ৮.৩৭ পয়েন্ট বেড়ে ২০৭৬.৯৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৪৯ পয়েন্ট বেড়ে ১২৪৫.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনালি আঁশ, ব্র্যাক ব্যাংক, লিন্ডে বিডি, সী পার্ল, স্কয়ার ফার্মা, ইবনে সিনা ফার্মা, অলিম্পিক ইন্ডাঃ, টেকনো ড্রাগ, অরিয়ন ইনফিউশন ও সোনালি পেপার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বীকন ফার্মা, সোনালি আঁশ, সোনালি পেপার, এবি ব্যাংক, এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাঃ, ঢাকা ব্যাংক, সানলাইফ ইন্সুঃ, ডেফোডিল কম্পিউটারস ও কোহিনুর ক্যামিকেল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রিমিয়ার লিজিং, গ্লোবাল হেভী কেমিক্যাল, বীচ হ্যাচারী, এনটিসি, সিটি জেনারেল ইন্সুঃ, দেশ গার্মেন্টস, মোজাফ্ফর হোসেন স্পিনিং, বে-লিজিং, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ও এমারেল্ড অয়েল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯০১৮৪৫৫৯৬২০৫.০০।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ