পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ১৭ কোটি ৫০ লক্ষ ৮৮ হাজার ৭৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৩৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ২১০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১২.৫৬ পয়েন্ট বেড়ে ৫৭২৬.৫২ ডিএস-৩০ মূল্য সূচক ৭.০৬ পয়েন্ট কমে ২১০০.৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৭৬ পয়েন্ট বেড়ে ১২৪৫.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, একমি ল্যাব, এনআরবি ব্যাংক, সোনালি আঁশ, জিপি, বিএসসি, ব্র্যাক ব্যাংক, অগ্নি সিস্টেম, অরিয়ন ইনফিউশন ও ইসলামি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পেপার প্রসেসিং, সোনালি পেপার, মনোস্পুল পেপার, রহিমা ফুড, এপেক্স ট্যানারী, সোনালি আঁশ, অরিয়ন ইনফিউশন, রহিম টেক্স, সোনারগাও টেক্সটাইল ও লিব্রা ইনফিউশন।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কনফিডেন্স সিমেন্ট, ক্রিস্টাল ইন্সুঃ, উত্তরা ফাইন্যান্স, নিউ লাইন, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, অলিম্পিক ইন্ডাঃ, ফনিক্স ফাইন্যান্স, সোনারবাংলা ইন্সুঃ ও ইনটেক অনলাইন।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৩৩২৯০৩৮২৪০৮.০০।