পুঁজিবাজার ডেস্ক :সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১৯ কোটি ৮০ লক্ষ ৩৩ হাজার ৭২৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭২৬ কোটি ৫০ লক্ষ ৫১ হাজার ৫৮৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৭.১৯ পয়েন্ট কমে ৫৭৮৬.৫২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.০২ পয়েন্ট কমে ২১৩৩.১০ পয়েন্ট এবং কমে এসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.০০ পয়েন্ট বেড়ে ১২৩৭.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিপি, জিএইচপি ইস্পাত, তৌফিকা ফুড, সিটি ব্যাংক, ইবনে সিনা ফার্মা, ইউনিক হোটেল, রেনেটা ও বিএটিবিসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বঙ্গজ, জিএইপি ইস্পাত, বিডি অটোকারস, লিব্রা ইনফিউশন, জেমিনী সী ফুড, তমিজুদ্দীন টেক্সটাইল, সমরিতা হসপিটাল, খান ব্রাদার্স পিপি, এটলাস বিডি ও ইবনে সিনা ফার্মা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নিউ লাইন ক্লথিং, বিআইএফসি, কপারটেক, ভিএএমএল অরবিবিএফ, শাইনপুকুর সিরামিক, এসপিসিএল, জিএইচসিএল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স ও সী পার্ল বীচ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৮৭৩৬২৩৪৬৫৮০.০০।