পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ৪২ কোটি ১৩ লক্ষ ৭৪ হাজার ৩১৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১২৪৩ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ৮০৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬৪.৩২ পয়েন্ট বেড়ে ৫৮৬৭.৯৬ ডিএস-৩০ মূল্য সূচক ১৯.৪৯ পয়েন্ট বেড়ে ২১৩৪.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৪৫ পয়েন্ট বেড়ে ১২৫৫.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, বেক্সিমকো ফার্মা, যমুনা ব্যাংক, আইএফআইসি, বিএটিবিসি, রবি এক্সিয়াটা, স্কয়ার ফার্মা ও সিটি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইউনাইটেড ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, বে-লিজিং, জিএসপি ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট ও বিডি ফাইন্যান্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইসলামি ব্যাংক, ওরিয়ন ফার্মা, লিব্রা ইনফিউশনস, সোনালি পেপার, জেমীনি সী ফুড, মুন্নু অ্যাগ্রো, ফার্মা এইড, জিকিউ বল পেন, রেনউইক যজ্ঞেশ^র ও ওরিয়ন ইনফিউশনস।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৪৬০৭৩৮০৭২৭৭.৪০।