পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২৫টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে টেকনো ড্রাগস লিমিটেডের।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেডর শেয়ার দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৪.৯৪ শতাংশ।
আর ২০ টাকা বা ৩.৯০ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেকিট বেনকিজারের ২.৬৯ শতাংশ, সালভো কেমিক্যালের ২.৪৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২.০৩ শতাংশ, পূবালী ব্যাংকের ১.৬১ শতাংশ, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১.৫৪ শতাংশ, রবি আজিয়াটার ১.২৮ শতাংশ এবং ব্যাংক এশিয়া পিএলসির ১.০৯ শতাংশ দর বেড়েছে।