পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২ টি কোম্পানির ১৮ কোটি ৫০ লক্ষ ৪২ হাজার ৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮৮ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ২২০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৯.৯৩ পয়েন্ট কমে ৫৩৮৩.৭২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১১.৫১ পয়েন্ট কমে ১৯২১.২৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৬৫ পয়েন্ট কমে ১১৭৭.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অগ্নি সিস্টেম, এনআরবি ব্যাংক, ফারইস্ট নিটিং, মিডল্যান্ড ব্যাংক, তৌফিকা ফুড, সী পার্ল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ওরিয়ন ইনফিউশনস, গ্লোবাল ইন্সুঃ ও আলিফ ইন্ডাস্ট্রিজ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- টেকনোড্রাগ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ওয়ান ব্যাংক, খান ব্রাদার্স পিপি, এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেম, লিন্ডে বিডি, এসকে ট্রিমস, গ্লোবাল ইন্সুঃ ও আইএসএন লিঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সুহৃদ ইন্ডাঃ, ই-জেনারেশন, লিব্রা ইনফিউশনস, নাহী অ্যালুমিনিয়াম, স্যালভো কেমিক্যাল, জিকিউ বলপেন, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্র্যাকো রি-ফুয়েলিং, গ্লোবাল হেভী কেমিক্যাল ও নাভানা সিএনজি।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৬৭৮৬২৩৮২৬৬১.০০।