December 29, 2024 - 3:00 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলামালয়েশিয়াকে উড়িয়ে এশিয়া কাপের সেমির পথে বাংলাদেশ

মালয়েশিয়াকে উড়িয়ে এশিয়া কাপের সেমির পথে বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটা এসে গিয়েছিল ব্যাটিং ইনিংসেই। পরের অপেক্ষাটা ছিল জয়ের। সেটিও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে মালেশিয়াকে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।

শ্রীলঙ্কার ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে আজ বুধবার (২৪ জুলাই) মালয়েশিয়া নারী দলকে উড়িয়ে দিয়েছে বাংলার নারীরা। মালয়েশিয়ার বিপক্ষে জ্যোতি-নাহিদাদের জয় ১১৪ রানে।

এই জয়ের পর পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। দিনের আরেক ম্যাচে আজ লড়বে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মেয়েরা। সেই ম্যাচে লঙ্কানরা জিতলেই শেষ চারে খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা হারলেও অবশ্য বাংলাদেশের সম্ভাবনা শেষ হবে না। কারণ নেট রানরেটে এই মুহূর্তে থাইল্যান্ড থেকে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। সুতরাং থাইল্যান্ড যদি বড় ব্যবধানে না জেতে সেক্ষেত্রে শেষ চারে যাবে বাংলাদেশই।

এদিন আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ১৯১ রান তোলে বাংলার মেয়েরা। জবাবে ২০ ওভারে আট উইকেট হারিয়ে মালয়েশিয়া করে মাত্র ৭৭ রান।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই জাহানারা আলমের বলে দিলারা আক্তারের ক্যাচে পরিণত হন আইনা হামিজাহ। কোনো রান তোলার আগেই বিদায় নেন হামিজাহ। আরেক ওপেনার ওয়ান জুলিয়া রিতু মনির বলে বোল্ড হওয়ার আগে ২৫ বলে ১১ রান করেন।

নাহিদা আক্তারের বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন এলসা হান্টার। বাংলার নারীদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার মেয়েরা। থিতু হওয়ার আগেই ধরেন সাজঘরের পথ। শেষ পর্যন্ত মাত্র ৭৭ রানে থেমে যায় মালয়েশিয়া।

বাংলাদেশের পক্ষে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে দুই উইকেট পান নাহিদা। জাহানারা, জেসমিন, রিতু, রাবেয়া ও স্বর্ণা পান একটি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে উদ্ধোধনী জুটিতেই দলকে চমৎকার সংগ্রহ এনে দেন বাংলাদেশের দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। দুজনে মিলে যোগ করেন ৬৫ রান। ২৯ বলে ৩৩ রান করে মাহিরাহ ইসমাইলের বলে আইসা এলিসার ক্যাচে পরিণত হন দিলারা। দিলারা ফিরে গেলেও অপর ওপেনার মুর্শিদার ব্যাট হেসেছে এ দিন।

আউট হওয়ার আগে অনবদ্য এক ইনিংস খেলেন মুর্শিদা। ৫৯ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮০ রান আসে তার ব্যাট থেকে। তাকে ফেরান এলসা হান্টার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছিলেন অপরাজিত। অর্ধশতক আসে তার ব্যাট থেকেও। ৩৭ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৬২ রান করে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চকে ছাড়িয়ে অনেকদূরই গেছে মেয়েরা। এর আগে বাংলার মেয়েদের টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ ছিল ৩ উইকেটে ১৪২ রান।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন ফিরিয়ে আগামী ২০২৬‌ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পরিমার্জিত সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয়...

‘টপ কমান্ডারদের’ বিচার একবছরের মধ্যে শেষ হবে: চিফ প্রসিকিউটর

কর্পোরেট সংবাদ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে সাধারণত ‘টপ কমান্ডার’ বা শীর্ষ অপরাধীদের বিচার করা হয়।...

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক : সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে...

রাষ্ট্র কর্তৃক আহতদের আশানুরূপ সুচিকিৎসা নিশ্চিত হয়নি: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, অন্তবর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ঘোষণা...

ফ্রিজ, এসি-টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করলো বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন...

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, ১৯ পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু'দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত...

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু সাঈদ (৩০)। তিনি...

টোলপ্লাজায় নিহত ৬: চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট ৬ জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালক...