স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সাথে মারামারির অভিযোগে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও তাঁর ছেলেকে আটক করেছে মায়ামি পুলিশ।
মায়ামি-ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিন একটি বার্তা সংস্থাকে জানায়, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে রামোন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ম্যাচ শুরু করতে দেরি হওয়ায় বিরক্ত হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক শুরু করেন দুজন। আটক হলেও জামিনে মুক্তি পেতে পারেন হেসুরুন। তবে এর জন্য তাকে ২ হাজার ডলার এবং তার ছেলে রামন জামিল হেসুরুনকে দিতে হবে ১ হাজার ডলার।
এছাড়া, ম্যাচ শুরুর আগে দর্শকদের সঙ্গে হাঙ্গামায় জড়িত আরও ২৫ জনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (১৫ জুলাই) কোপার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে কলম্বিয়া। মাঠের ভেতর দর্শকরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে ঝামেলা বাঁধে। বিশৃঙ্খল জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হয় মাঠের কর্মকর্তা-কর্মচারীদের। পরে ১ ঘণ্টা ২০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।