সিরাজগঞ্জ প্রতিনিধি: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের সমন্বিত প্রানীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নৃ-গোষ্ঠীদের মাঝে বাড়ন্ত ষাড় বাছুর বিতরণে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে রোগা অনিয়মের অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের সমন্বিত প্রানীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নৃ-গোষ্ঠীদের মাঝে বাড়ন্ত ষাড় বাছুর বিতরণেরর সকল আয়োজন করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. ওলিউল্লাহ্।
পুর্ব নির্ধারিত সময় সূচীতে যথা সময়ে উপস্থিত হোন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা মোঃ আব্দুল আজিজ।
তিনি উপজেলা প্রানীসম্পদ চত্ত্বরে গিয়ে দেখতে পান আকারে ছোট অসুস্থ বাছুর বিতরণের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ করতে থাকলে সংসদ সদস্য গরু বিতরণ না করে করে ঘটনাস্থল ত্যাগ করেন। সেই সাথে পুনরায় তারিখ নির্ধারন করে মোটাতাজা গরু বিতরণ করার আশ্বাস দেন।
প্রানীসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের সমন্বিত প্রানীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নৃ-গোষ্ঠীদের মাঝে বাড়ন্ত ৬৫/৭০কেজি ওজনের বাড়ন্ত ষাড় বাছুর বিতরণের বরাদ্দ ছিল।
সেই মোতাবেক তুষার এন্টারপ্রাইজ সিরাজগঞ্জের তাড়াশে ১০৭ টি পরিবারের মাঝে গরু বিতরণের তালিকা কাগজ কলমে দেখালেও ৫৫টি গরু বিতরণ করার সমস্ত আনুষ্ঠানিকতা সম্পাদন করেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ ওলিউল্লাহ। কিন্তু গরু রোগা ও ছোট আকারের হওয়া স্থানীয় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে ওঠে। জনরোষে পড়ে যান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা’। তাকে উদ্ধার করা অফিসে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা এমপি আব্দুল আজিজ গরু বিতরণ না করে ঘটনাস্থল ত্যাগ করেন।
তাড়াশ উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওলিউল্লাহ বলেন, গরুগুলো ঠিকাদার সরবরাহ করেছে। ওজন কম হওয়ায় পরিচালক স্যার গরু বিতরণ বন্ধ করে দিয়েছেন।
এবিষয়ে রাজশাহী বিভাগীয় প্রানীসম্পদ অধিদপ্তরের পরিচালক নজরুল ইসলাম ঝন্টু বলেন, বাড়ন্ত ষাড় ওজনে কম হওয়ায় এবং বিতরনের আরো কিছু অনিয়ম হওয়ায় বিতরণ কার্যক্রম বন্ধ করা হয়েছে। কিছু দিনের মধ্যে তারিখ নির্ধারন করে নির্ধারিত বরাদ্দে মোটা তাজা গরু বিতরণ করা হবে।
এসময় বিক্ষুব্ধ জনতাদের উদ্দ্যেশ্য করে সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ বলেন, অনিয়ম করে বাছুরগুলো আনা হয়েছে। বাছুরগুলো ওজন কম, আকারে ছোট এবং প্রত্যেকটি বাছুর খুবই দুর্বল হওয়ায় বিতরণ বন্ধ করা হয়েছে। খুবই দ্রুত সময়ে তারিখ নির্ধারন করে বরাদ্দকৃত অর্থের বাছুর ক্রয় করে বিতরণ করা হবে।”