সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে চাচা মোসলেম উদ্দিন (৭০) নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম।
রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোসলেম উদ্দিনের সাথে ভাতিজা সাগর আহম্মেদ জালালের সাথে জমি জমা সংক্রান্ত জের ধরে ভোর ৫ টার দিকে কথা কাটাকাটি ও ঝগড়া বেধে যায়। এর পর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই চাচা মোসলেম উদ্দিন মারা যান।
এ দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত শামসুল হক (৫৫) ও মফিদুল ইসলাম (৪৫) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি পুলিশকে খবর দেন। আর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘাতক জালাল উদ্দিন (৩৫’) কে আটক করেন এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি শুরু করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো.শহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। থানায় ফিরে এ বিষয়ে মামলা নেওয়া হবে।