বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রিল কেটে নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা সহ একটি ল্যাপটপ ও তিনটি ট্যাব চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় রবিবার (৭ জুলাই) নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর তোফাজ্জল হোসেন এই প্রতিনিধিকে জানান, শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে অফিস সহায়কের রুমের গ্রিল কেটে চোর চক্ররা ভিতরে প্রবেশ করে নগদ ১লক্ষ ২৫ হাজার টাকা সহ একটি ল্যাপটপ তিনটি ট্যাব চুরি করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, রবিবার সকালে হাসপাতালে এসে দেখা যায় অফিস সহায়কের অফিসের রুমের গ্রিল কাটা, পরে ভিতরে প্রবেশ করে দেখা যায় অফিসে রাখা নগদ১লক্ষ ২৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ তিনটি ট্যাব চুরি করে নিয়ে গেছে চোর চক্র। চুরির ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এবিষয়ে যোগাযোগ করা হলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন জানান, হাসপাতালে চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ করেন,অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন ৪জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।