পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪ টি কোম্পানির ৩০ কোটি ৯৮ লক্ষ ২২ হাজার ৭১৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৮৮ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ৯১৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫.৬৯ পয়েন্ট বেড়ে ৫৫৬৪.৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৬০ পয়েন্ট কমে ১৯৫৯.৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৩১ পয়েন্ট বেড়ে ১২১৫.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: সী পার্ল, ফারইস্ট নিটিং, অরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাব, বীচ হ্যাচারী, আফতাব অটো, স্যালভো কেমিক্যাল, বিএটিবিসি, রূপালি লাইফ ইন্সুঃ ও সেন্ট্রাল ইন্সুঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: খান ব্রার্দাস পিপি, গোল্ডেন সন্স, গ্লোবাল হেভী কেমিক্যাল, মিরাকেল ইন্ডাঃ, একমি প্রেস্টিসিয়াস, রিপাবলিক ইন্সুঃ, ইস্টার্ন ইন্সুঃ, ইউনিয়ন ইন্সুঃ, কাট্টালি টেক্সটাইল ও আফতাব অটো,
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইউনিলিভার কনজ্যুমার, বিডি ল্যাম্পস, তমিজউদ্দিন টেক্সটাইল, ইউনিয়ন ব্যাংক, দেশ গার্মেন্ট, জিএসপি ফাইন্যান্স, বে-লিজিং, ফ্যামিলীটেক্স, গোল্ডেন জুবলি মি. ফা. ও এসইএমএল, আইবিবিএল শরীয়াহ ফান্ড।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭২৪৬৩৭২৬৮৮৮৭.০০।