নিজস্ব প্রতিবেদক: চাঞ্চল্যকর ২০১৮ সালে ঝিনাইদহে সেনাসদস্য সাইফ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক দুর্ধর্ষ ডাকাত মোঃ মতিয়ার রহমান ফইনে ডাকাত (৬০)’কে গ্রেফতার করেছে র্যাব-৩।
বৃহ:বার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা ।
আটককৃত মোঃ মতিয়ার রহমান ফইনে ডাকাত (৬০) ঝিনাইদহ জেলার সদর থানার বংকিরা এলাকার মোঃ ইয়াকুববার মন্ডলের ছেলে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায় যে, ভিকটিম সেনাসদস্য সাইফ ঝিনাইদহের নিজ বাড়ীতে ছুটিতে অবস্থানকালীন সময়ে ১৮/০৮/২০১৮ তারিখ রাতে বদরগঞ্জ বাজার হতে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে বেলতলারদাড়ি নামক স্থানে একটি সংঘবদ্ধ ডাকাতদল কর্তৃক নির্মমভাবে খুন হন। এই ঘটনায় ভিকটিম সেনাসদস্যের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ১৫/১২/২০২১ তারিখে ধৃত ফইনে ডাকাতসহ মোট ০৮ জন আসামিকে মৃত্যুদন্ড প্রদান করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
কর্পোরেট সংবাদ/এএইচ