জুলাই ৮, ২০২৪ - ৪:১৫ পূর্বাহ্ণ
Homeশেয়ার বাজারসূচকের বড় উত্থানে লেনদেন শেষ

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

spot_img

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬ টি কো¤পানির ২৭ কোটি ৪৪ লক্ষ ৩২ হাজার ৬৩৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৭০ কোটি ৭০ লাখ ৫৯ হাজার ৩১৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১২৩.৭২ পয়েন্ট বেড়ে ৫৪৯৭.৫৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩৮.৪০ পয়েন্ট বেড়ে ১৯৫১.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২২.১৪ পয়েন্ট বেড়ে ১২০৮.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬৫টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, সী পার্ল, আলিফ ইন্ডা:, বিএটিবিসি, সাইফ পাওয়ার, এশিয়াটিক ল্যাব, তৌফিকা ফুড লাভেলো, বেস্ট হোল্ডিং ও মালেক স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফনিক্স ফাইন্যান্স, এস আলম কোল্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., আফতাব অটো, সিলকো ফার্মা, খান ব্রার্দাস পিপি, দেশবন্ধু পলিমার, ইস্কয়ার নিট কম্পোজিট, আমান কটন ও ওয়েস্টার্ন মেরিন।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালি লাইফ ইন্সুঃ, নিউ লাইন, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, বিআইএফসি, পিপলস ইন্সুঃ, হাক্কানি পাল্প, ওয়াটা কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যাল, উসমানিয়া গ্লাস ও আলহাজ¦ টেক্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭১০৬৩২৫৩০৭১৫.০০।

অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ