কর্পোরেট ডেস্ক: ম্যারিকো বাংলাদেশ-এর ফ্ল্যাগশিপ উদ্যোক্তা ও পণ্য উদ্ভাবনের ক্যাম্পাস-ভিত্তিক প্রতিযোগিতা ওভার দ্য ওয়াল-এর সিজন ২ রেজিস্ট্রেশন পর্বে শিক্ষার্থীদের থেকে ব্যাপক সাড়া পেয়েছে।
২০২২ সালে এই প্রতিযোগিতার প্রথম সিজন অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ২,৮০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে থেকে ৭ জন বিজয়ী ম্যারিকোর সম্পূর্ণ অর্থায়নে বিদেশে ২ মাসের ইন্টার্নশিপ করার সুযোগ পায়। এমন ভিন্নধর্মী আয়োজন বাংলাদেশে এটিই প্রথম।
চলতি বছর আগস্টে ওভার দ্য ওয়াল-এর দ্বিতীয় সিজনের রেজিস্ট্রেশন পর্ব শুরু হয় এবং দেশব্যাপি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪,২০০ জন শিক্ষার্থীর ১,৫৫০টি অংশগ্রহণকারী দল প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করে। এমন ইতিবাচক সাড়া প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
দেশব্যাপি ২৩টি ক্যাম্পাসে ২ হাজারেরও বেশি শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে ১৩টি রোডশোর মাধ্যমে এবছর ওভার দ্য ওয়াল সিজন ২-এর প্রচারণা চালানো হয়েছে। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ৪টি চ্যালেঞ্জিং রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষ ২০টি দল সেমিফাইনাল রাউন্ডে ম্যারিকো নেতৃত্ব দলের সামনে তাদের উদ্ভাবনী ধারণাগুলো উপস্থাপনের সুযোগ পাবে, যার মধ্য থেকে সেরা ৫টি দল গ্র্যান্ড ফিনালেতে অংশ নিবে।
বরাবরের মত এই সিজনের ওভার দ্য ওয়াল বিজয়ীদের জন্য থাকবে বিদেশে ইন্টার্নশিপসহ মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা অর্থপুরষ্কার জেতার সুযোগ। আগামী ১৪ অক্টোবর রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।