বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলা বিএনপি সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপি সদস্য সহ বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক তিনবারের ইউপি সদস্য রিয়াজুল ইসলাম সবুজ বুধবার রাত ৮টায় সড়ক দূঘটনায় নিহত হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে সবুজ দবদবিয়া এলাকায় বসে তার মোটর সাইকেল মাহেন্দ্রার সাথে মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসলে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জোহরবাদ বরিশাল সরকারী জিলাস্কুল ময়দান ও বিকালে নিজ এলাকায় জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হবে।
অপরদিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদি এমএ জলিল সেতুতে বাসের চাপায় সজিব বাড়ৈ (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
বুধবার রাত পৌনে ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের এমএ জলিল সেতুর দক্ষিণ পাড়ের ঢালে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সজিব বাড়ৈ উপজেলার বাহেরঘাট গ্রামের রামপাল বাড়ৈর ছেলে। সূত্রে জানা যায়- সজিব বাড়ৈ বরিশাল থেকে উজিরপুর ইচলাদী অভিমুখে যাচ্ছিলেন। বুধবার রাত পৌনে ১০ টার দিকে এম এ জলিল সেতুর দক্ষিণ পাড়ের ঢালে পৌছালে বরিশালগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক গাড়িটি তেতুলিয়া পরিবহন যার নং- ঢাকা মেট্রো-ব, ১৫-৯৪৯৪। পরে উজিরপুর মডেল থানা পুলিশ এশে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এব্যাপারে এখন পর্যন্ত কেহ মামলা দায়ের করেনি।