এন জি চক্রবর্তী
(পূর্ব প্রকাশিতের পর) ২৪তম অংশ
দ্বিতীয় ভাগ।
আঠারো অধ্যায়।
ট্যাক্স এ্যাকাউন্টিং।
মেমোরেন্ডাম বুক, জার্ণাল ও লেজারে যথোপযুক্ত এন্ট্রি দিতে হবে।
যেহেতু আপনার এজেন্ট মাঝখানে রয়েছে এবং সেও তার খাতায় এটা লিখে রাখবে তবুও ’সাবধানের মার নেই’ তাই বিক্রেতার কাছ থেকে একটা লিখিত রশিদ নিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ।