মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বাক্সের ভেতর থেকে ১দিনের নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় চকরিয়া থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মানিক কুমারের
নেতৃত্বে চকরিয়া পৌরশহরের বাসটার্মিনাল এলাকার টিভিএস শো রুমের সামনে ফেলে যাওয়া একটি বাক্সের ভিতর থেকে অজ্ঞাত কন্যা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, ডিএনএ পরীক্ষা করার অজ্ঞাত কন্যা শিশুটির লাশ কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে দাফনের জন্য লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের নিকটে হস্তান্তর করা হয়।