কর্পোরেট ডেস্ক: নিত্য নতুন পণ্য উদ্ভাবন ও সেবা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ‘ এক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন’ পুরষ্কার অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ -২০২৩’ শীর্ষক আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকে এই পুরষ্কার প্রদান করা হয়।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মোঃ সাদেক হোসেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট (পিএসডি) এর পরিচালক জনাব মোতাসিম বিল্লাহ্ এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
এই সময় সাউথইস্ট ব্যাংক লিমিটেড উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবিদুর রহমান চৌধুরী, ভিসা কান্ট্রি হেড জনাব সৌম্য বসু সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ/এএইচ