গাজীপুর প্রতিনিধি ; গাজীপুরের কোনাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর (৩০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
অভিযুক্ত সাগর রংপুরের পীরগাছা থানার শরীফ সুন্দর বাজার এলাকার মফিজুল ইসলাম এর ছেলে। তিনি কোনাবাড়ী থানাধীন সেলিম নগর এলাকায় মা শিক্ষা নিকেতন কোচিং সেন্টারের পরিচালক।
অভিযোগ সূত্রে জানাযায়, ভুক্তভোগী পরিবার কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। অভিযুক্ত সাগর হরিনাচালা সেলিমনগর এলাকায় আবু সাঈদ গাজী এর পাঁচতলা বিল্ডিংয়ের নিচতলার কয়েকটি রুম ভাড়া নিয়ে মা শিক্ষা নিকেতন নামক কোচিং সেন্টার পরিচালনা করতো। গত ২০২১ সালের জানুয়ারি মাসের এক তারিখে ওই শিক্ষার্থী কোচিং সেন্টারে ভর্তি হয়। প্রতিদিনের ন্যায় গত ১৯ আগস্ট ভোর ৬টার সময় ওই শিক্ষার্থী কোচিং করতে যায়। ওইদিন ভোর সাড়ে ৬টার সময় ওই শিক্ষক অন্যান্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেয়। জরুরি কথা আছে বলিয়া তাহার অফিস রুমে ডেকে নিয়ে যায় ওই শিক্ষার্থীকে। পরে ওই শিক্ষক রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে। উক্ত ঘটনার বিষয়টি কাউকে বললে ধর্ষণের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এভাবে শিক্ষক নামের প্রতারক সাগর ওই ছাত্রীকে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে একাধিক বার ধর্ষণ করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ জানান, ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগের পরেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
ডেকে নিয়ে ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষক গ্রেফতার
বেলকুচিতে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ