December 29, 2024 - 4:30 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিকর্ণফুলী স্বেচ্ছাসেবক লীগ: কমিটি থাকলেও সাংগঠনিক কার্যক্রম নেই

কর্ণফুলী স্বেচ্ছাসেবক লীগ: কমিটি থাকলেও সাংগঠনিক কার্যক্রম নেই

spot_img

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিকভাবে অনেকটাই নিষ্ক্রিয়। এখানে ইউনিয়ন কিংবা ওয়ার্ডের—কোথাও দলটির কমিটি নেই।

দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে কোন সাংগঠনিক কার্যক্রম নেই। উপজেলা সভাপতির কথাই শেষ কথা। কেন্দ্রীয় দলের নানা কর্মসূচিও ঠিকঠাক ভাবে পালনের কোনো কার্যক্রম নেই। আবার কানাঘুষাও রয়েছে উপজেলা সভাপতি অন্য দলের দায়িত্ব পাচ্ছেন।

জানা যায়, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর সর্বশেষ কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি (৭১ সদস্যবিশিষ্ট) গঠন করা হয়। এতে শাহেদুর রহমান শাহেদকে সভাপতি ও আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে আজিম উদ্দিন সাগর, আবদুল জলিল লিটন, মো. আবদুল করিম, লোকমান আলম রোকন, জসিম উদ্দিন, মো. নুরুচ্ছফা, মোহাম্মদ সেলিম, মো. হারুনুর রশিদ, মুজিবুর রহমান সুমন ও সাইফুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সাঈদ খান আরজু, মনিরুল ইসলাম বাবর, আবু তাহের, শাহ নেওয়াজ কবির মামুন ও সোহেল চৌধুরী; সাংগঠনিক সম্পাদক পদে আবদুল মাবুদ বাবুল, ইমতিয়াজ উদ্দিন, মো. সালাহ উদ্দিন, ফরসাল ইমরান, মো. পারভেজ খানসহ ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

তখন বলা হয়েছিল, উপজেলার সমস্ত ইউনিয়নে কমিটি ও ওয়ার্ড কমিটি গঠনে জোর দেবেন তাঁরা। কিন্তু গত ৩ বছর ১০ মাস ১২ দিন পার হলেও এখনো উপজেলায় কোন দলীয় অফিস করতে পারেননি। যেখানে নেতা-কর্মীদের পদচারণ পাওয়া যাবে। সূত্র জানায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাঝেমধ্যে এলাকায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেন। এ সময় অল্পসংখ্যক কর্মীর উপস্থিতিতে কেক কাটা ও পুষ্পস্তবক অর্পণের মধ্যে ওই কর্মসূচি সীমাবদ্ধ থাকে।

কমিটির সহ-সভাপতি পদের একজন বলেন, ‘কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে ঠিকই। কিন্তু নানা কারণে নেতাদের মধ্যে নতুন নেতৃত্ব ও অনুসারী তৈরি হচ্ছে না। কিছু লোক দলে নাম লিখিয়ে চলে গেছে আর দেখা নেই। এমন কি দলের কিছু কর্মসূচি পালনেও যোগ দেন না তাঁরা। অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। যদিও তা মানতে নারাজ সভাপতি শাহেদুর রহমান শাহেদ।

এর মধ্যে গত বছর সাধারণ সম্পাদক আমজাদ হোসেন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদটি শূন্য হয়ে পড়ে। দলীয় সূত্রগুলো বলছে, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন থাকাকালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের রাজনীতিতে একটা গতিশীলতা তৈরি হয়েছিল। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুতে তা স্থবিরতার মুখে পড়ে। একই সঙ্গে এক নেতার কমিটিতে পরিণত হয় স্বেচ্ছাসেবক লীগ।

পরে এ বছরের (৫ এপ্রিল) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক উজ্জ্বল ধর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সাঈদ খান আরজুর নাম ঘোষণা করেন। ওই সময় ফেসবুক জুড়ে সমালোচনা হতে দেখা যায়, তিনি ছাত্রদল থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মনোনীত হন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর। তখন আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলাম। তখনতো কেউ ছাত্রদল থেকে এসেছি বলে সমালোচনা করেনি। যখন ভারপ্রাপ্ত সম্পাদক হলাম তখন এসব অপ্রচার শুরু করেছে। কিন্তু কেউ প্রমাণ দেখাতে পারেনি। অন্যদিকে, ইউনিয়ন কমিটির বিষয়ে আমাদের সাংগঠনিক ও বর্ধিত সভা হয়েছে। সেপ্টেম্বর মাসে সব ইউনিয়নে কমিটি দেওয়া হবে।’

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ বলেন, ‘আমরা কাজে বিশ্বাসী প্রচারে বিশ্বাসী নই। কম প্রচার করি তা ঠিক। কিন্তু সাংগঠনিক কাজে আমরা বসে নেই। ইউনিয়নের কমিটির বিষয়ে আমাদের বৈঠক হয়েছে। আগষ্ট মাসের পরেই কমিটি দেওয়ার চিন্তা করছি। বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদকের সমন্বয়ে আমাদের দলের সাংগঠনিক কাজ ভালোই চলছে। আশা করি সেপ্টেম্বরে সব ইউনিয়নে কমিটি দিতে পারব। কেননা, আমার রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশক্রমে সুনামের সঙ্গে সংগঠনকে গতিশীল করতে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।’

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন ফিরিয়ে আগামী ২০২৬‌ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পরিমার্জিত সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয়...

‘টপ কমান্ডারদের’ বিচার একবছরের মধ্যে শেষ হবে: চিফ প্রসিকিউটর

কর্পোরেট সংবাদ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে সাধারণত ‘টপ কমান্ডার’ বা শীর্ষ অপরাধীদের বিচার করা হয়।...

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক : সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে...

রাষ্ট্র কর্তৃক আহতদের আশানুরূপ সুচিকিৎসা নিশ্চিত হয়নি: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, অন্তবর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ঘোষণা...

ফ্রিজ, এসি-টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করলো বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন...

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, ১৯ পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু'দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত...

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু সাঈদ (৩০)। তিনি...

টোলপ্লাজায় নিহত ৬: চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট ৬ জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালক...