পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫০টি কোম্পানির ২২ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ১৬৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১২৫৪ কোটি ৪০ লক্ষ ৯৫ হাজার ১৩১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০.৫৮ পয়েন্ট বেড়ে ৬৩৬৬.১৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.২৮ পয়েন্ট কমে ২১৯৯.০৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৪৩ পয়েন্ট বেড়ে ১৩৮৩.০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, সী পার্ল রিসোর্ট, এডিএন টেলিকম, রূপালি লাইফ ইন্সুঃ, অগ্নি সিস্টেম, আমরা নেট, আইটিসি, নাভানা পাওয়ার ও সিভিওপিআরএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বেঙ্গল উইন্সডোর, মেঘনা লাইফ ইন্সুঃ, মির আকতার হোসেন লিঃ, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুঃ, অগ্নি সিস্টেম, মেঘনা সিমেন্ট, ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ, পদ্মা ইসলামি লাইফ ইন্সুঃ ও এডিএন টেলিকম।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা পেট, মেঘনা কন্ডেন্সড মিল্ক, বিডি ওয়েল্ডিং, এনটিসি, মিডল্যান্ড ব্যাংক, সিএপিএম আইবিবিএল মি. ফা., মিরাকেল ইন্ডাঃ, শ্যামপুর সুগার, উসমানিয়া গ্লাস ফ্যাক্টরী ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা.।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭৪৯৩৪৩২৬৭৬১৭.০০।