সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: ‘তৃষ্ণার্তকে জল দান, ক্ষুধার্তকে অন্ন; আশ্রয়হীনকে আশ্রয় দান, ইহাই মানব ধর্ম’ এমন একটি স্লোগান নিয়ে ২০২১ সালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের আম্বাড়ীয়া গ্রামে জমিদার হেম চন্দ্র চৌধুরীর পরিত্যক্ত বাড়িতে স্থাপিত হয় রাজা হেম চন্দ্র চৌধুরী বৃদ্ধাশ্রম। সেই থেকে নানা টানাপোড়েনের মধ্যে চললেও বৃদ্ধাশ্রমটি এখন ওই এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের শেষ বয়সের ঠিকানা ও আশ্রয় হয়ে উঠেছে। চরম অনিশ্চয়তা নিয়ে যারা এ বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন, তারাও খুঁজে পেয়েছেন তাদের শেষ বয়সের নিরাপদ ও নিশ্চিত আবাসস্থল। উদ্যোক্তা হারাধন দাস, সভাপতি পুলিন বিহারী রায় ও পৃষ্টপোষক প্রিয়া ঘোষ মৌ এর মহানুভবতায় এখনও বেঁচে রয়েছে বৃদ্ধাশ্রমটি।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের আম্বাড়ীয়া গ্রামে ৩ বছর ধরে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে হারাধন দাস ও প্রিয়া ঘোষ মৌ মানবতার সেবা করে আসছেন। এই বৃদ্ধাশ্রমে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় ও দুঃস্থ প্রবীণরা আশ্রয় নিয়েছেন। প্রিয়া ঘোষ মৌ পরম মমতায় বৃদ্ধাদের দেখভাল করেন। তারা বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা ও অসহায় প্রবীণদের এখানে রেখে সেবা প্রদান করে সুনাম অর্জন করেছেন।মানব সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অসহায় অন্ধ রাধিকা তিলক দাস নামের একজন বৃদ্ধ নিয়ে বৃদ্ধাশ্রমটির কার্যক্রম শুরু হয় ২০২১ সালের ২রা জানুয়ারি। বর্তমানে এখানে বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন ১১জন। এর মধ্যে পাঁচজন বৃদ্ধ ও ছয়জন বৃদ্ধা রয়েছেন। তাদের থাকা-খাওয়া, সেবা ও চিকিৎসাসহ যাবতীয় প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বৃদ্ধাশ্রমের পৃষ্টপোষক প্রিয়া ঘোষ মৌ। প্রিয়া ঘোষ মৌ অনলাইন বিজনেসের কিছুটা লাভাংশ থেকে পরিচালিত হচ্ছে বৃদ্ধাশ্রমটি।