October 25, 2024 - 1:27 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারক্রেডিট সুইসের শেয়ারে ৮০% লোকসান গুনছে সৌদি ব্যাংক

ক্রেডিট সুইসের শেয়ারে ৮০% লোকসান গুনছে সৌদি ব্যাংক

spot_img

কর্পোরেট ডেস্ক : সমস্যা জর্জরিত ক্রেডিট সুইস ব্যাংকে বিনিয়োগ করে ১০০ কোটি ডলার লোকসানের মুখে পড়েছে সৌদি আরবের সৌদি ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটি ৩.৮৩ সুইস ফ্রাঁ দরে যে শেয়ার কিনেছিল, সেগুলো এখন মাত্র ০.৭৬ ফ্রাঁতে বিক্রি করতে হচ্ছে। খবর সিএনবিসির।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে সম্প্রতি মারাত্মক আর্থিক সঙ্কটে পড়া ক্রেডিট সুইসকে কিনতে রাজি হয়েছে দেশটির অপর একটি বড় ব্যাংক ইউবিএস। ইতোমধ্যে ব্যাংক দুটির মধ্যে একটি চুক্তিও হয়েছে। চুক্তি অনুসারে, ৩২০ কোটি মার্কিন ডলার দিয়ে ক্রেডিট সুইসকে কিনে নেবে ইউবিএস। ক্রেডিট সুইসের সম্পদের মূল্য ৮০০ কোটি ডলার। সম্পদ মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে ক্রেডিট সুইস।

সোমবার (২০ মার্চ) বার্তা সংস্থা সিএনবিসি জানিয়েছে, সৌদি ন্যাশনাল ব্যাংক, ক্রেডিট সুইস ব্যাংকের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ছিল। ক্রেডিট সুইসের মোট শেয়ারের ৯.৯ শতাংশ ধারণ করছে সৌদি ন্যাশনাল ব্যাংক। ব্যাংকের বিপর্যয়ের কারণে সৌদি ন্যাশনাল ব্যাংক তাদের শেয়ারের ৮০% লোকসান করেছে।

মূলত এতো কম মূল্যে ক্রেডিট সুইস বিক্রির কারণ হলো বৈশ্বিক ব্যাংকিং খাতে সৃষ্ট অস্থিরতা ও অনাস্থা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে গেলে এই অস্থিরতা শুরু হয়। কয়েক দিনের মধ্যে দেশটির আরও একটি ব্যাংক বন্ধ হয়ে যায়। সিগনেচার ব্যাংক নামের ওই ব্যাংক বন্ধের পর সারা বিশ্বের ব্যাংকিং খাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যেই প্রকাশিত হয়, ক্রেডিট সুইসের সঙ্কটের খবর। তাতে একদিনে এই ব্যাংকের শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ কমে যায়। বড় বিপর্যয় এড়াতে ক্রেডিট সুইসকে বড় অংকের ঋণ দেওয়ার ঘোষণা দেয় সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। পরে তাদের পরামর্শে দেশটির অন্যতম বড় ব্যাংক ইউবিএস সঙ্কটে পড়া ক্রেডিট সুইসকে কিনে নিতে সম্মত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...