পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৭টি কোম্পানির ৬ কোটি ১২ লক্ষ ৬৮ হাজার ৫০৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫২ কোটি ২৯ লক্ষ ৯ হাজার ৬৯১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১২.৯১ পয়েন্ট কমে ৬২০৭.৩৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৯৭ পয়েন্ট কমে ২২১৭.৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৯৬ পয়েন্ট কমে ১৩৫২.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সোনালি পেপার, আরডি ফুড, ওরিয়ন ফার্মা, এডিএন টেলিকম, মেঘনা লাইফ ইন্সুঃ, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং ও আমরা নেটওয়ার্ক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আরডি ফুড, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, ফাইন ফুডস, ব্যাংক এশিয়া, জেমিনী সী ফুড, ডেল্টা লাইফ ইন্সুঃ, সী পার্ল বীচ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারী, সোনালি পেপার ও আল-হাজ্ব টেক্সটাইল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বেঙ্গল উইন্ডসোর, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্সুঃ, আইএফআইএল ইসলামি মি. ফা., মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্সুঃ, বিডিকম অনলাইন, এডিএন টেলিকম ও আইএসএন লিঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬১৩০২৮৬৪৬৯১৯.০০