নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সাবেক পরিচালক খাজা গোলাম রসুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।
সিএমজেএফের পক্ষে এক শোক বার্তায় সংগঠনটির সভাপতি জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক আবু আলী গভীর শোক ও সমবেদনা জানান।
এক শোকবার্তায় সিএমজেএফের পক্ষ থেকে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সিএমজেএফের অকৃত্রিম বন্ধু ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক আমাদের প্রিয় খাজা গোলাম রসুলের মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।
উল্লেখ্য, রোববার (১২ মার্চ) রাত একটার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে খাজা গোলাম রসুল ইন্তেকাল করেন।
মৃত্যুর আগে তিনি কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।