নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷ আজ রোববার (৫ মার্চ) ডিএসইর পরিচালনা পর্ষদের ১০৫৪তম বোর্ড সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন৷
ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন৷ এছাড়াও তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং বাংলাদেশ আ্যাক্রেডিটেশন কাউন্সিলে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত খন্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন৷ অধ্যাপক ড. হাসান বাবু বর্তমানে আন্তর্জাতিক ইন্টারনেট সোসাইটি-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর সভাপতি৷ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি টাস্কফোর্সের একজন সম্মানিত সদস্য ছিলেন৷
অধ্যাপক ড. হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান হিসেবে ২০০৩ হতে ২০০৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য হিসেবে ২০১৬ হতে ২০২০ পর্যন্ত দায়িত্বরত ছিলেন৷
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন৷ এছাড়াও তিনি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড-এর পরিচালনা পর্ষদ-এর একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷
অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপান থেকে পিএইচডি ডিগ্রি এবং বাংলাদেশ সরকারের অধীনে চেক সরকারের বৃত্তি নিয়ে চেক প্রজাতন্ত্র থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন৷ তিনি গবেষণার জন্য জার্মানীর ড্যাড (DAAD) ফেলোশীপও অর্জন করেন৷ ড. হাসান বাবু কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস থেকে ড. এম ও গণি মেমোরিয়াল স্বর্ণপদকে ভূষিত হয়েছেন৷ এছাড়াও তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ২০১৭ সালে কম্পিউটার বিজ্ঞান বিভাগে সেরা গবেষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে ইউজিসি ‘স্বর্ণপদক-২০১৭’ গ্রহণ করেন৷ তিনি বর্তমানে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি হতে প্রকাশিত স্বনামধন্য জার্নাল কম্পিউটার্স এন্ড ডিজিটাল টেকনিকস-এর সহযোগী সম্পাদক৷ ড. হাসান বাবু ২০১৭-২০২০ সেশনে বাংলাদেশের সবচেয় বড় আইসিটি পেশাজীবী সংস্থা বাংলাদেশ কম্পিউটার সোসাইটি-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন৷
ড. হাসান বাবুর রয়েছে একাধিক কর্পোরেট সংস্থায় কাজের অভিজ্ঞতা৷ এর মধ্যে বিশ্বব্যাংকের ইনফরমেশন টেকনোলজী এক্সপার্ট হিসেবে জনতা ব্যাংকের ইনফরমেশন টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস-এ ০৬ বছরের অধিককাল দায়িত্ব পালন করেন৷ এছাড়াও তিনি বিশ্বব্যাংকের ইনফরমেশন টেকনোলজী এক্সপার্ট হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এ এপ্রিল ২০০৬ থেকে এপ্রিল ২০০৮ পর্যন্ত কর্মরত ছিলেন৷ অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ কমিটির সদস্য, বাংলাদেশ সরকারী কর্মকমিশনের বিভিন্ন নিয়োগ কমিটির সদস্য, বাংলাদেশের অনেক সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন৷
ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর শতাধিক গবেষণাপত্র বিভিন্ন বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল ও আন্তর্জাতিক কনফারেন্সে প্রকাশিত হয়েছে৷ তাঁর প্রকাশিত তিনটি গবেষণাপত্র আন্তর্জাতিক কনফারেন্সে সেরা গবেষণাপত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে৷ এছাড়াও যুক্তরাষ্ট্র-এর একটি প্রকাশনা সংস্থা এবং যুক্তরাজ্যের দুটি স্বনামধন্য প্রকাশনা সংস্থা থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চারটি পাঠ্যবই রচনা করেছেন তিনি।
সালে তাঁর রচিত “World Leader Sheikh Hasina: The Pioneer of Golden Bangladesh” শীর্ষক গ্রন্থের জন্য বিশেষ সুখ্যাতি অর্জন করেছেন৷ এছাড়াও তিনি ২০১৮ সালে নবরাগ প্রকাশনী থেকে “একটি স্বপ্ন একটি দেশ: ডিজিটাল বাংলাদেশ”, শিরোনামে একটি বই প্রকাশ করেন৷
উল্লেখ্য যে, গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বিএসইসি ০৪ (চার) ব্যক্তিকে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেন। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের ডিন ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন বিভাগের সাবেক চেয়ারম্যান (সচিব) মোঃ আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মিসেস রুবাবা দৌলা।