নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা’র চলতি অর্থবছরের ৬ মাসের ব্যবসায় (জুলাই-ডিসেম্বর’২২) মুনাফা বেড়েছে ৩৮৬ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) নিট মুনাফা ৪২ কোটি ২৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩.৫০ টাকা হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল নিট মুনাফা ৮ কোটি ৬৯ লাখ টাকা বা ইপিএস ০.৭২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ২.৭৮ টাকা বা ৩৮৬ শতাংশ।
এই কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে নিট মুনাফা ২৬ কোটি ৯০ লাখ টাকা বা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২.২৩ টাকা হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল নিট মুনাফা ৯ কোটি ৭৪ লাখ টাকা বা ইপিএস ০.৮১ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১.৪২ টাকা বা ১৭৫ শতাংশ।
২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.১৭ টাকায়।