নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৮ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ৪১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
বেক্সিমকো ৫ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
মেট্রো স্পিনিং ৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসি ১ কোটি ৩৪ লাখ, বিকন ফার্মা ২ কোটি ৮ লাখ, বেঙ্গল উইন্ডসোর ১ কোটি ৬১ লাখ, ইস্টার্ণ হাউজিং ১ কোটি, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৬১ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।