নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর থানার একটি সাইবার অপরাধ মামলায় পলাতক আসামি মোঃ আল-আমিন খান (২৮)’কে গ্রেফতার করেছে র্যাব-৩ ।রবিবার (১৩ আগস্ট,২০২৩), ১:৩০ মিনিটে রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
আটককৃত আসামি মোঃ আল-আমিন খান (২৮) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কিসমত শ্রীনগর এলাকার বাসিন্দা আইয়ুব আলী খানের ছেলে ।
র্যাব-৩ জানায়, আসামি সামাজিক যোগাযোগ মাধ্যম হতে ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে নগ্ন ছবিতে রুপান্তরের মাধ্যমে ফেইক আইডি দিয়ে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে আসছিল। এই ঘটনায় ভিকটিম বগুড়া সদর থানায় একটি অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের মাধ্যমে আসামিকে শনাক্ত করতে সমর্থ হয় এবং র্যাব-৩ কর্তৃক গ্রেফতারপূর্বক তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
কর্পোরেট সংবাদ/এএইচ