সেলিম রেজা, স্টাফ রিপোর্টার: যমুনা নদীর তেবাড়িয়া এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৯) বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ি।
শনিবার বিকালে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার তেবাড়িয়া এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ বলেন, দুপুরে যমুনা নদীর তেবাড়িয়া এলাকায় এক শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি নৌ থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশুটির পরিচয় জানান চেষ্টা করা হচ্ছে। পরিচয় না পেলে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফন করা হবে।আর
মরদেহের সন্ধান পেতে নৌ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ অনুরোধ জানান নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই শামসুল আলম।,