December 13, 2025 - 5:20 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলানিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারালো আফগানিস্তান

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারালো আফগানিস্তান

spot_img

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও শুরুটা দারুণ করেছে আফগানরা। প্রথম ম্যাচে উগান্ডাকে উড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ম্যাচে ফজল হক ফারুকির পেস তোপ ও রশিদ খানের স্পিন ঘূর্ণিতে উড়ে গেল নিউজিল্যান্ড।

আফগানদের দেয়া ১৫৯ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে দলীয় শতরানও করতে পারল না কিউইরা। জবাব দিতে নেমে কিউইরা গুঁটিয়ে যায় মাত্র ৭৫ রানে। বিশ্বকাপে মঞ্চে এটা নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বনিন্ম স্কোর। এ জয়ের ফলে সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল রশিদ-নবীরা। অন্যদিকে প্রথম ম্যাচে হারের ফলে ব্যাকফুটে চলে গেল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারায় আফগানিস্তান। যেটা কিউইদের বিশ্বকাপ ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় হার।

শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম আফগানদের কাছে হারল নিউজিল্যান্ড। সেই সঙ্গে কিউইদের বিশ্বকাপ যাত্রাও খেল বিশাল ধাক্কা। অন্য দিকে টানা দুই জয়ের ছন্দে রীতিমতো উড়ছেন রশিদ-নবিরা।

শনিবার (৮ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়।

আফগানিস্তানের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ফজলহক ফারুকির পেস তোপে পড়ে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করতেই টপ অর্ডারসহ চার ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি কিউইরা। দলীয় ৪৩ রানে গ্ল্যান ফিলিপসকে তুলে নেন মোহাম্মদ নবী। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন তিনি।

শেষ দিকে ম্যাট হেনরির ১৭ বলে ১২ রান কেবল হারের রান কমিয়েছে। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। এতে ৮৪ রানের বড় জয় পায় আফগানিস্তান। আফগানদের হয়ে ফারুকি ও রশিদ খান ৪টি করে, মোহাম্মদ নবী ২টি উইকেট লাভ করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান ১০৩ রানের জুটি গড়েন। জাদরানকে ব্যক্তিগত ৪৪ রানে বোল্ড করে জুটি ভাঙেন ম্যাট হেনরি। তবে অপরপ্রান্তে রানের চাকা সচল রাখেন রহমানউল্লাহ। দ্বিতীয় উইকেটে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ২৪ রানের জুটি গড়েন। দলীয় ১২৭ রানে আজমতউল্লাহকে বিদায় করেন হেনরি। ম্যাচে এটি ছিল তার দ্বিতীয় উইকেট।

তৃতীয় উইকেটে মোহাম্মদ নবী রানের খাতা খোলার আগেই বিদায় নেন। তখন দলীয় সংগ্রহ ১৩৬ রান। চতুর্থ উইকেটে রশিদ খানকে নিয়ে ২০ রানের ছোট্ট জুটি গড়েন গুরবাজ। যার মধ্যে ১৪ রানই এসেছে গুরবাজের ব্যাট থেকে। দলীয় ১৫৬ রানে রশিদ খান ও গুরবাজ বিদায় নিলে বড় সংগ্রহের পথে যাওয়া হয়নি আফগানদের। বিদায়ের আগে রহমানউল্লাহ ৫৬ বলে ৫ ছক্কা ও সমান চারে ৮০ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় আফগানিস্তান। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট, হেনরি প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন। লকি ফারগুসন একটি উইকেট লাভ করেন।

আরও পড়ুন:

সৌম্যর ডাকের বিশ্বরেকর্ড

২ উইকেটের জয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)...

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

কর্পোরেট ডেস্ক: রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। শক্তিশালী ফিচারে...

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম...

সাতক্ষীরার পুলিশ কর্মকর্তা ও সাবেক পিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: কোটি টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক পিপিসহ ৫ জনের...

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি

নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডব়্প যুব ফোরাম। আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহ করাল...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন...