December 15, 2025 - 9:53 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাজোড়া গোলে ইতিহাস গড়লেন রোনালদো

জোড়া গোলে ইতিহাস গড়লেন রোনালদো

spot_img

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষ দিকে এসেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের নামের প্রতি করছেন সুবিচার। এবার সৌদি লিগের শেষ ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন এই পর্তুগিজ তারকা।

সোমবার (২৭ মে) সৌদি প্রো লিগের এবারের মৌসুমের শেষ দিনে আল ইত্তিহাদকে ৪-২ গোলে হারায় আল নাসের। এর মধ্যে দুই দুটি গোল করেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। আর তাতেই ভেঙে দিয়েছেন রেকর্ড। সৌদি লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে আবদেররাজাক হামাদাল্লাহর করা ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিলেন ‘সিআর সেভেন’।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটির জার্সি গায়ে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৪৪টি।

এদিকে, নতুন ইতিহাস গড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদো। তিনি লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

একইসঙ্গে আরেকটি অনন্য কীর্তিও গড়া হয়ে গেল তার। ভিন্ন চারটি লিগের সর্বোচ্চ গোলস্কোরার হওয়া প্রথম ফুটবলার তিনিই। ইউরোপের তিন শীর্ষ লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ হয়ে সৌদি প্রো লিগেও তিনি গোলের তালিকায় নিজেকে সবার ওপরে রাখলেন।

আল ইত্তিহাদের বিপক্ষে এ দিন দুইবার অফসাইডে থেকে গোল ও কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর প্রথমার্ধের শেষদিকে দলকে এগিয়ে দেন রোনালদো। মোহাম্মেদ আল-ফাতিলের লম্বা পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে বক্সের ভেতরে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান তিনি।

৫৭তম মিনিটে বাঁ পাশ থেকেই তার শট একটুর জন্য বাইরে চলে যায়। ৬৬তম মিনিটে সালিম আল-মানহালি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল ইত্তিহাদ। মিনিট তিনেক পরই দ্বিতীয় গোলটি করেন রোনালদো কর্নার থেকে হেড করে। প্রথম গোলের পর সেভাবে উদযাপন করেননি তিনি। কিন্তু দ্বিতীয় গোলের পর বাঁধনহারা উদযাপনই বলে দিচ্ছিল, রেকর্ডটি তিনি কতটা চাইছিলেন।

মিনিট পাঁচেক পর তুলে নেওয়া হয় রোনালদোকে। একটু পরই আরও এগিয়ে যায় আল নাস্‌র। এবার পেনাল্টি থেকে গোল করে আব্দুলরাহমান ঘারিব।

নির্ধারিত সময়ের তখন বাকি আর ১০ মিনিট। কিন্তু খেলার নাটকীয়তার বাকি আরও অনেক! ৮৮তম মিনিটে ও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুটি গোল করে ম্যাচে প্রবল নাটকীয়তায় ফেরায় আল ইত্তিহাদ। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচে সমতা ফেরাতে পারেনি তারা। বরং যোগ করা আট মিনিটের পঞ্চম মিনিটে মেশারি আল-নেমেরের গোলে পরিষ্কার ব্যবধানেই জেতে আল নাস্‌র।

রোনালদোর অসাধারণ পারফরম্যান্সের পরও মৌসুমটি আল নাসেরের জন্য ছিল হতাশাজনক। সৌদি প্রো লিগে তারা রানার্স আপ হয়েছে আল হিলালের চেয়ে অনেকটা পেছনে থেকে।

রোনালদো ছাড়াও গতকাল আল নাসেরের জার্সিতে গোল করেছেন আল ঘারিব ও আল নেমের। ফলে ৪-২ গোলে জয় দিয়ে মৌসুম শেষ করতে পেরেছে আল নাসের। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে এবার লিগ শেষ করল রোনালদোর দল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে...

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এই প্রটোকলে রাজনৈতিক...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি-এক্সেনটেকের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

কর্পোরেট ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা...

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

কর্পোরেট ডেস্ক: একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিমডি কিংবা সিনিয়র কর্মকর্তারা। পুরো দেশের...