স্পোর্টস ডেস্ক : সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশ সময় রাত ৯টায়।
বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজটিতে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশার। যুক্তরাষ্ট্রের মতো দলের সাথেও পারেনি শান্তর দল।
ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি টপ-অর্ডার। বোলিংয়েও ছিলো না বৈচিত্র্য। বিশ্বকাপের আগে আয়োজক যুক্তরাষ্ট্রের মাটিতে এখন সিরিজ বাঁচানোই টাইগারদের মূল টার্গেট।
সিরিজ হারের হতাশা নিয়ে বিশ্বকাপে যেতে চাইবে না কোনো দলই। বাংলাদেশও সেটার ব্যতিক্রম নয়। প্রথম ম্যাচে ভুলত্রুটি শুধরে বড় জয়ই কাম্য সাকিব-রিয়াদদের।
এদিকে, প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়েও দারুণ জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচটিতেও ছন্দ ধরে খেলে সিরিজ জেতার পরিকল্পনা করছেন স্বাগতিকরা।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হারে নাজমুল শান্তর দল। তাওহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের করা ১৫৩ রান ৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় ইউএসএ।
হারের পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। আশা করি, ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। সামনের ম্যাচে চেষ্টা করব যেন ভালো খেলতে পারি।’
এদিকে বাংলাদেশকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশকে হারাল তারা। এর আগে ২০২১ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল দলটি। এক কথায় বলতে গেলে যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি।
প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়েও দারুণ জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচটিতেও ছন্দ ধরে খেলে সিরিজ জেতার পরিকল্পনা করছেন স্বাগতিকরা।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
যুক্তরাষ্ট্র দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসার্গ প্যাটেল, নীতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ভ্যান শালকউইক, স্টিভেন টেলর, শায়ান জাহাঙ্গীর।