December 15, 2025 - 1:39 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাটি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার আশঙ্কা!

টি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার আশঙ্কা!

spot_img

স্পোর্টস ডেস্ক : আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে হামলার হুমকি পেয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী ড. কেইথ রওলি নিশ্চিত করেছেন বিষয়টি।

ইএসপিএনক্রিকইনফো সোমবার (৬ মে) নিজেদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

ড. রওলি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা জানতে পেরেছি হামলার ব্যাপারে। আমাদের গোয়েন্দা সংস্থা এই হুমকির কথা জানতে পেরেছে। আইসিসিকে বিষয়টি অবগত করেছি। আমাদের দিক থেকে নিরাপত্তায় কোনো ত্রুটি থাকবে না। আমরা নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ জোর দিচ্ছি।’

বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে আইসিসি। বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র বলেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ হুমকির কথা আমাদের বলেছে। আমরা স্বাগতিক দেশের সঙ্গে এক হয়ে কাজ করছি। এটি নিশ্চিত করতে চাই, বিশ্বকাপ যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়। নিরাপত্তার বিষয়টিই এখন আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে।’

জানা গেছে, পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন হুমকি দিয়েছে। যার ফলে নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হচ্ছে। খবর ক্রিকবাজের।

ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, উত্তর পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন ‘প্রো-ইসলামিক স্টেট (দাইশ) এই হুমকি দিয়েছে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে তারা দাবি করেছে যে বিশ্বকাপ চলাকালীন নাশকতা হবে। যে সংবাদমাধ্যমে এই খবর বেরিয়েছে সেটি ইসলামিক স্টেট সংগঠন চালায়।

সংবাদে আরও বলা হয়, প্রো-ইসলামিক স্টেট সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করছে। খেলার মাঠে বিভিন্ন সময়ে যে সব নাশকতার ঘটনা ঘটেছে সেগুলিই থাকছে সেই সব ভিডিওতে। এই ভিডিও প্রকাশ করে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের তাদের লড়াইয়ে যুক্ত হওয়ার প্রস্তাব দিচ্ছে জঙ্গি সংগঠন।

আগামী ১ জুন থেকে শুরু হয়ে বিশ্বকাপ চলবে ২৯ জুন পর্যন্ত। এবারই প্রথম ২০টি দল অংশ নিচ্ছে আসরে। ৯টি ভেন্যুতে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার ৩৯টিই হবে ওয়েস্ট ইন্ডিজে। ৯ ভেন্যুর ছয়টি অবস্থিত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। উদ্বোধনী ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও ফাইনাল অনুষ্ঠিত হবে বার্বাবোজে। তাই, নিরাপত্তার ব্যাপারে বেশ সতর্ক আইসিসি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলা একটা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)...

রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন নেপালের লামিচান

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচান।সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুকে...

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা...

ওসমান হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া...

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত প্রশংসিত। রোববার (১৪ ডিসেম্বর)...

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...