রফিকুল ইসলাম (রাব্বি) : বিনিয়োগের আগে সংশ্রিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির পিই রেশিও যত কম হবে বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারণত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয়। এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদমূল্য (এনএভি), এটা যত বেশি বিনিয়োগের জন্য ততই উত্তম।
জানা যায়, মার্চ ২০২৩ এ প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ টাকা ৬৯ পয়সা, জুন ২০২৩ এ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ০ টাকা ৩৩ পয়সা এবং কোম্পানির প্রথম ৬ মাসে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সা। সেপ্টেম্বর ২০২৩ এ তৃতীয় প্রান্তিকে ইপিএস ছিল ০ টাকা ৫১ পয়সা এবং প্রথম ৯ মাসে ইপিএস ছিল ১ টাকা ৫২ পয়সা। ২০২২ ইপিএস ছিল ১ টাকা ৮০ পয়সা, ২০২১ সালে ১ টাকা ৭৬ পয়সা, ২০২০ সালে ১ টাকা ৭৪ পয়সা, ২০১৯ সালে ১ টাকা ৭২ পয়সা ও ২০১৮ সালে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২২ সালে ২৩ টাকা ১৬ পয়সা, ২০২১ সালে ২১ টাকা ০০ পয়সা, ২০২০ সালে ২০ টাকা ২৪ পয়সা, ২০১৯ সালে ১৯ টাকা ৪৯ পয়সা ও ২০১৮ সালে ছিল ২০ টাকা ৬০ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে ১০ শতাংশ নগদ, ২০১৯ সালে ১০ শতাংশ নগদ ও ২০১৮ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটি ২০২৩ সালে কোন লভ্যাংশ দেয়নি।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৮ এ তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ৪২ কোটি ৬৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৬১১ টাকা।
ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩১-৩-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৩৩.৫৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৫.৬১ শতাংশ শেয়ার এবং বাকি ৩০.৮৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।
গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৩৬.৬০ টাকা থেকে ৫৫.৯০ টাকা। গতকাল দর ছিল ৪১.২০ টাকা, আজকের এ ওপেনিং ছিল ৪১.০০ টাকা, আজকের দিনে দর উঠানামা হয়েছে ৪১.০০ টাকা থেকে ৪৩.৫০ টাকা এবং শেষ সমাপনী ছিল ৪৩.২০ টাকার মধ্যে। ২০০৮ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানি নর্দান ইসলামী ইন্স্যুরেন্স বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে। এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে রয়েছে মো. মর্তুজা সিদ্দিক চৌধুরী আর মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক।