রফিকুলি ইসলাম (রাব্বি) : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার (৩ এপ্রিল) মালেক স্পিনিংয়ের ২৭ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১৮.৮০ টাকা থেকে ২৪.০০ টাকা। গতকাল দর ছিল ৩৬.৬০ টাকা, আজকের এ ওপেনিং ছিল ৩৭.০০ টাকা, পর্যন্ত আজকের দিনে দর উঠানামা হয়েছে ৩৭.০০ টাকা থেকে ৩৯.৫০ টাকা এবং শেষ সমাপনী দর ছিল ৩৮.৩০ টাকা মধ্যে। ২০০০ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।